তৃণমূল কাউন্সিলরের কটূক্তি শুনে কাঁদলেন প্রিজ়াইডিং অফিসার - presiding officer
বিধাননগর পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশা নন্দীর বিরুদ্ধে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল । এছাড়াও অভিযোগ, তিনি প্রিজ়াইডিং অফিসারকে কটূক্তি করেন । মধ্য কৃষ্ণপুর শিক্ষা নিকেতনের 143 ও 144 নম্বর বুথের ঘটনা । প্রিজ়াইডিং অফিসারকে গালিগালাজ করায় তিনি কেঁদে ফেলেন ।
Last Updated : May 19, 2019, 12:50 PM IST