পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোভিড পরিস্থিতিতে নিষিদ্ধপল্লির যৌনকর্মীদের পাশে আসানসোল পৌরনিগম - asansole-municipality

By

Published : May 13, 2021, 1:12 PM IST

কোভিড পরিস্থিতিতে লকডাউনে দীর্ঘ সময় ধরে উপার্জন নেই কুলটির লছিপুর নিষিদ্ধপল্লীর যৌনকর্মীদের। এর আগেও বিভিন্নভাবে পৌরনিগম তাঁদের পাশে থেকেছে। এবার নিষিদ্ধপল্লির যৌনকর্মীদের চালের বস্তা বিতরণ করা হল আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে। আজ পৌরনিগমের প্রশাসন বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় নিজে গিয়ে যৌনকর্মীদের হাতে চালের বস্তা তুলে দেন। মোট এক হাজার বাসিন্দার হাতে চালের বস্তা দেওয়া হয়েছে বলে অমরনাথবাবু জানিয়েছেন। পৌরনিগমের এমন উদ্যোগে খুশি লছিপুরের যৌনকর্মীরা।

ABOUT THE AUTHOR

...view details