পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন আসানসোল - আসানসোল জলমগ্ন

By

Published : Jul 30, 2021, 3:24 PM IST

বৃহস্পতিবার বিকেল থেকে নাগাড়ে বৃষ্টি চলছে । তার জেরে আসানসোল শিল্পাঞ্চলের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ৷ আসানসোল রেলপার এলাকায় জমেছে জল । রেল টানেল ডুবে যাওয়ার কারণে আসানসোল উত্তর এবং দক্ষিণ এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৷ কুলটির নিয়ামতপুরে প্রিয়া কলোনি এলাকায় জল জমে রয়েছে । বার্নপুর শাস্ত্রী নগর এলাকায় রাস্তার উপর দিয়ে প্রচণ্ড গতিতে বয়ে চলেছে জল । ফলে রাস্তায় চলাচল করা অসম্ভব হয়ে উঠেছে । আসানসোলের দিলদার নগর, হটন রোড এলাকা এসবি গড়াই রোডের বেশ কিছু এলাকাতেও জল জমে রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details