RPF : আরেকটু হলেই ট্রেনের তলায়, আরপিএফের তৎপরতায় প্রাণে বাঁচলেন মহিলা - asansol station
দূরপাল্লার ট্রেন স্টেশনে দাঁড়াতেই জল নিতে নেমেছিলেন সঙ্গীতা কুমারী ৷ জল নিয়ে ফেরার আগেই ট্রেন ছেড়ে দেয় ৷ তা দেখে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে যান তিনি ৷ কিন্তু সেই সময় সেখানে ডগ স্কোয়াডের দায়িত্বে থাকা কর্তব্যরত আরপিএফ জওয়ানরা দ্রুত এসে তাঁকে উদ্ধার করেন ৷ আরেকটু দেরি হলেই বিপদ ঘটতে পারত ৷ অল্পের জন্য প্রাণে বাঁচেন মহিলা ৷ শনিবার পাটনা-বিলাসপুর ট্রেন দাঁড়িয়ে থাকাকালীন ঘটনাটি ঘটে আসানসোল স্টেশনের দু'নম্বর প্ল্যাটফর্মে ৷ আজ আরপিএফের পক্ষ থেকে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয় ৷ আরপিএফ কমান্ড্যান্ট চন্দ্রমোহন মিশ্র এই ঘটনায় জওয়ানদের অভিন্দন জানান ।