পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হাথরসের ঘটনার প্রতিবাদে যোগী আদিত্যনাথের কুশপুতুল পোড়ানো হল আসানসোলে

By

Published : Oct 4, 2020, 2:07 PM IST

হাথরসে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে যোগী আদিত্যনাথের কুশপুতুল পোড়ানো হল আসানসোলে । গতকাল BR আম্বেদকরের ছবি সামনে রেখে মিছিল হয় । GT রোড হয়ে আসানসোল বাজার অঞ্চল দিয়ে এসে রাহালেন মোড়ে শেষ হয় মিছিল । রাহালেন মোড়ে যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করে তারা । বাউড়ি সমাজের এক নেতা বলেন, দোষীরা গ্রেপ্তার না হলে দেশজুড়ে এই আন্দোলন তাঁরা ছড়িয়ে দেবেন ।

ABOUT THE AUTHOR

...view details