ওয়েইসির সঙ্গে জোট করবেন ? আব্বাস সিদ্দিকী যা বললেন... - আব্বাস সিদ্দিকী
আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন তাঁর নেতৃত্বে রাজ্যে কাজ করবেন । এই নিয়ে আব্বাস সিদ্দিকী বলেন, "ওয়েইসি এসেছিলেন । জানিয়েছেন আমার নেতৃত্বে কাজ করতে চান ৷" আজ সকালে ফুরফুরা শরিফের পীরজ়াদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেন মিম প্রধান । বৈঠকের পর ওয়েইসি বলেন, "মিম আব্বাস সিদ্দিকীর সঙ্গে রয়েছে । আমরা তাঁর নেতৃত্বে কাজ করব, সমর্থন করব ।" পরে আব্বাস সিদ্দিকী বললেন, "হুগলির ঐতিহাসিক পৃথিবী বিখ্যাত মাজ়ারে শ্রদ্ধাজ্ঞাপন করতে এসেছিলেন উনি ৷ নির্বাচনে লড়া নিয়ে প্রাথমিক কথা হয়েছে ৷ ওয়েইসি আমার নেতৃত্বে লড়তে চেয়েছেন ৷" তিনি আরও বলেন, "জেতার জন্যই লড়ব ৷ আগামী কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা করা হবে ৷"
Last Updated : Jan 3, 2021, 4:50 PM IST