প্রশান্ত কিশোরের বিরুদ্ধে জটু লাহিড়ীর মন্তব্য ব্যক্তিগত : অরূপ রায় - Arup Roy reacts on Jatu Lahiris comments
প্রশান্ত কিশোর সম্পর্কে তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর বক্তব্য সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত বলে জানালেন হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় । সাংবাদিক বৈঠকে এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে বলেন, "তাঁর ব্যক্তিগত মতামত তিনি বলেছেন ৷ এটা আমার মতামত নয় ৷ " তিনি আরও বলেন, "এটা দলের শীর্ষ নেতৃত্ব চিন্তা করবে ৷ " তবে বিষয়টি নিয়ে বিধায়কের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন বলেও জানান তিনি ৷ হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়ী । তাঁর দাবি, দলের কর্মকাণ্ডে তিনি অপমানিত । প্রশান্ত কিশোরকে ভাড়াটে বলে সরাসরি আক্রমণ করতেও ছাড়েননি প্রবীণ এই বিধায়ক । পি কে আসার পরই দলের ক্ষতি শুরু হয়েছে বলে মনে করেন তিনি ৷