"বাংলার মানুষ জবাব দেবেন", বাবুলের "রাষ্ট্রপতি শাসন"-এর পালটা অরূপ রায়ের - political news
"বাবুল সুপ্রিয় রাজনীতির জগতের লোক নন ৷ তিনি কী বলছেন না বলছেন আমি গুরুত্ব দিতে চাই না ৷ তাঁরা যদি রাষ্ট্রপতি শাসন করতে চান করবেন, বাংলার মানুষ সঠিক জায়গায়, সঠিক সময়ে তার জবাব দেবেন ৷ যে কোনও শাসন করুন, আমরা ভয় পাই না ৷ আমরা তৈরি আছি ৷ " কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিত প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ রায় ৷ পাশাপাশি শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, " উনি আমাদের দলেই আছেন ৷ উনি নিজেও দল ছেড়ে যাওয়ার কোনও কথা বলেননি ৷ "