পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Durgapur Station : মাস্ক না পরেই স্টেশনে, দুর্গাপুরে গ্রেফতার বেশ কয়েকজন ট্রেনযাত্রী - arrested for not wearing mask in durgapur

By

Published : Nov 1, 2021, 3:16 PM IST

রবিবার থেকে রাজ্যে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা । যার জেরে অনেকটাই সুবিধা হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষদের । সোমবার সকাল থেকেই ভিড় শুরু হয় । লোকাল ট্রেনের সাধারণ মানুষের ভিড় জমলেও প্রশাসনের বিধিনিষেধ না মেনেই বহু যাত্রী মাস্ক না পরেই ট্রেনে যাতায়াত করছেন । খবর পেয়ে দুর্গাপুর স্টেশনে প্রচার-অভিযানে নামে দুর্গাপুর স্টেশনের জিআরপি । যাত্রীদের মাস্ক পরে তবেই ট্রেনে চাপার জন্য আবেদন করেন জিআরপি আধিকারিকরা । এছাড়াও দুর্গাপুর স্টেশনে মাস্ক না পরার জন্য কয়েকজন যাত্রীকে আটক করা হয়েছে । দুর্গাপুর স্টেশনের জিআরপির অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, "কড়া নজরদারি চলবে । আমরা সচেতন করছি ৷ মাইকিং করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নিচ্ছি । ধারাবাহিকভাবে এই কাজ চলবে ।"

ABOUT THE AUTHOR

...view details