পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রাজ্যপালকে আক্রমণ কল্যাণের, জবাব অর্জুনের - Governor Jagdeep Dhankhar

By

Published : Oct 19, 2020, 12:41 PM IST

গতকাল ডোমজুড়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "রাজভবনে উগ্রপন্থীদের জায়গা দিচ্ছেন ৷ আমাদের রাজ্যপাল ভারতবর্ষের লজ্জা ৷ তিনি উগ্রপন্থীদের আশ্রয় দিচ্ছেন ৷ BJP-র ক্রিমিনাল, খুনি এবং আসামিরা রাজভবনে বসে থাকেন ৷" কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পালটা জবাব দিলেন BJP সাংসদ অর্জুন সিং ৷ তিনি বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুস্থ মানুষ নয় ৷ সবসময় অসুস্থ থাকেন ৷ এই জন্য তাঁর কোনও কথার কোনও গুরুত্ব দিই না ৷" তিনি আরও বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদ খেয়ে থাকেন সারাদিন ৷"

ABOUT THE AUTHOR

...view details