জয় শ্রীরাম শুনে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়ে যাচ্ছে : অর্জুন সিং - বিজেপির রাজ্য সম্পাদক সঞ্জয় সিং
"জয় শ্রীরাম শুনে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়ে যাচ্ছে । ভয় পেয়ে বিজেপিকে কোনওরকম সভা করার জন্য জায়গা দিতে চাইছে না। তাই রক্তদানের মতো এক অনুষ্ঠানকেই আমরা বেছে নিয়েছি।" বললেন বিজেপি নেতা অর্জুন সিং । তিনি বলেন, "নন্দীগ্রাম থেকে শুরু করে গোর্খাল্যান্ড পর্যন্ত মমতা বন্দোপাধ্যায় যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটাও উনি পূরণ করতে পারেননি ৷" বিমল গুরুং প্রসঙ্গে তিনি বলেন,"মমতা বন্দোপাধ্যায় যার নামে 110টি মামলা করেছিলেন এখন তাকেই ধরে এনে গদিতে বসাচ্ছেন ।"
Last Updated : Jan 6, 2021, 9:07 AM IST