বীজপুরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ লকেট ও অর্জুনের
গতকাল কাঁচরাপাড়া সারদা দেবী স্কুল মোড়ে বিজেপির সভায় উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জি, অর্জুন সিং, শীলভদ্র দত্তরা । লকেট চট্টোপাধ্যায় বলেন, "পুলিশ এবং তৃণমূলের লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ এই বাংলা থেকে তাদের উৎখাত করেই ছাড়বে।" তিনি আরও বলেন,"আগে দুয়ারে দুয়ারে মানুষ যেত সরকারের কাছে ৷ এখন সরকার যাচ্ছে ৷ কারণ এর আগে সরকার কেবল মারামারি ,হানাহানি, দাঙ্গা করেছে ৷ এখন ভোট আসছে ৷ তাই সরকারের টনক নড়েছে ৷" লক্ষীরতন শুক্লা প্রসঙ্গে তিনি বলেন, "যাঁরা ভদ্রলোক তাঁরা কেউই তৃণমূলে থাকবেন না ৷ তাই একে একে সবাই দল ছাডছেন।" অর্জুন সিং বলেন,"আমরা যেখানেই পথসভা করতে যাই, মানুষের ঢল নেমে জনসভায় পরিণত হয় ।বোঝা যাচ্ছে যে মানুষ তৃণমূলকে আর চাইছে না।" মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন," দিদিমণি তো নিজেই বেসুরো ৷ স্বাভাবিকভাবে তাঁর নেতা-মন্ত্রীরাও বেসুরো ৷ তিনি নিজেই পিয়ানো বাজান, নিজেই শোনেন ৷" এছাড়াও তিনি যোগ করেন, "যে পুলিশ ভাইরা ভালো কাজ করতে চাইছেন, তাদেরকে নর্থ বেঙ্গলে পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ যে বিমল গুরুং-এর বিরূদ্ধে মামলা চলছিল, এখন তিনিই তৃণমূল নেতা ।"