বিধানসভা নির্বাচনের ঘোষণার আগেই এরিয়া ডমিনেশন বারুইপুর জেলা পুলিশের - এরিয়া ডমিনেশান বারুইপুর জেলা পুলিশের
বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই এরিয়া ডমিনেশন বারুইপুর জেলা পুলিশের। শুধু তাই নয়, বিগত নির্বাচনে যেসমস্ত ভোটার আক্রান্ত হয়েছিলেন ভোটের দিন তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন পুলিশ আধিকারিকরা। কোথাও কোনও সমস্যা আছে কি না তাও খতিয়ে দেখছেন তাঁরা। বারুইপুর জেলা পুলিশের ডিএসপি সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম এদিন সোনারপুর ব্লকের বিভিন্ন জায়গায় রুটমার্চ করে। এছাড়া আক্রান্ত ভোটার ও তাঁদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ কোনও সমস্যা হলে তাঁদের অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আবেদনও জানানো হয়।
TAGGED:
assembly elections