পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আরামবাগে বনধ সমর্থকদের উপর লাঠিচার্জ পুলিশের - BJP কর্মী আমির আলি খান

By

Published : Oct 30, 2019, 11:23 AM IST

রবিবার আরামবাগে খুন হন BJP কর্মী আমির আলি খান । তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই খুন করেছে বলে অভিযোগ ৷ তার প্রতিবাদে আজ 12 ঘণ্টার বনধ ডাকা হয়৷ সকাল থেকেই বনধ সফল করতে রাস্তায় নামেন সমর্থকরা ৷ এরপরই বনধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ ৷ আরামবাগের মায়াপুরেও BJP-র অবরোধে লাঠিচার্জ করা হয় ৷ এলাকায় পুলিশ ও RAF নামিয়ে সমর্থকদের হটিয়ে দেওয়া হয় । চেয়ার ছুড়ে ফেলে দেওয়া হয় রাস্তায় । বেশ কয়েকজন BJP কর্মীকেও আটক করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details