সভাপতি হওয়ার পরেই রানিগঞ্জে তৃণমূলের মিছিলে অপূর্ব - Apurba Mukhopadhyay
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি পদে অপূর্ব মুখোপাধ্যায় । জেলা সভাপতি হওয়ার পরেই রানিগঞ্জে তৃণমূলের মিছিলে পা মেলালেন অপূর্ব । এছাড়াও মিছিলে দেখা গেল তৃণমূলের অন্য নেতৃত্বদের । কয়েকদিন আগে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের মোটরবাইক মিছিল ছিল রানিগঞ্জে । অর্জুন সিং -এর পর পালটা মিছিল করে তৃণমূল।