"তৃণমূলের কালচার টুকে পাশ করা", দেখুন ভিডিয়ো
"পরীক্ষায় এমনি পাশ করতে পারে না । টুকে পাশ করার জন্য তাড়াহুড়ো । ভোটের সময় রিগিং করতে হয় । কাউন্টিং-এর সময় তাদের আমাদের এজেন্টকে মেরে বার করে দিতে হয় । এটা তৃণমূলের কালচার । কারণ তারা সৎ উপায়ে পরীক্ষায় পাশ করতে পারে না ।" মন্তব্য করেন যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরা । আজ বিজয়গড় কলেজের সামনে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা । ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনুপম । ভিডিয়োয় শুনুন অনুপমের বক্তব্য...
Last Updated : May 23, 2019, 3:03 PM IST