দিলীপ ঘোষকে দালাল বলে কটাক্ষ অনুব্রতর - অনুব্রত মণ্ডলের মন্তব্য
এবার দিলীপ ঘোষকে 420, দালাল বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । আজ পূর্ব বর্ধমানের আলিগ্রামে বুথভিত্তিক কর্মী সম্মেলন ছিল । সেখানে তিনি বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই 220-230 আসন পাবে । শুভেন্দু প্রসঙ্গে বলেন, দলে একজনই নেত্রী । বাকি সবাই কর্মী । দিলীপ ঘোষকে আক্রমণ করে অনুব্রত বলেন, যে মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে পারেন না তাঁকে নিয়ে কথা বলাই উচিত নয় । দিলীপ ঘোষ কী বলছেন কেন শুনব ? ও তো ৪২০, দালাল ।