পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Anubrata Criticise Dilip : দিলীপকে নন-সেন্স বললেন অনুব্রত - dilip ghosh nonsense says anubrata

By

Published : Nov 25, 2021, 10:55 AM IST

মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া নিয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষের (Anubrata Criticise Dilip) জবাব দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উন্নয়নের জন্য পাওনা টাকা চাইতে দিল্লি গিয়েছেন ৷ দিলীপ ঘোষ নন-সেন্স, তাই ভিক্ষা করতে গিয়েছে বলছে ।" বিজেপির সর্বভারতীয় সহ- সভাপতিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "বাংলায় উপনির্বাচনে হেরে বিজেপির মুখ পুড়েছে ৷ দিলীপ ঘোষ পাগল-ছাগল বলে ভুলভাল কথা বলে ।" প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর দিল্লি সফর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, "মুখ্যমন্ত্রী ভিক্ষা করতে দিল্লি গিয়েছেন ।"

ABOUT THE AUTHOR

...view details