পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কেন এখনও পর্যন্ত যুদ্ধ ঘোষণা করল না ভারত, প্রশ্ন অনুব্রতর - জওয়ান রাজেশ ওরাং

By

Published : Jun 19, 2020, 9:06 AM IST

লাদাখে শহিদ হয়েছেন জওয়ান রাজেশ ওরাং । গতকাল তাঁর বীরভূমের মহম্মদবাজার থানার বেলগড়িয়া গ্রামে আসেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার শ্যাম সিং । অনুব্রত মণ্ডল বলেন, "কেন এখনও পর্যন্ত যুদ্ধ ঘোষণা করল না ভারত । যুদ্ধ ঘোষণা করতে গেলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সই লাগে । আর প্রধানমন্ত্রী বলছেন সেনা করবে । বাঙালকে কি তিনি হাইকোর্ট দেখাচ্ছেন? অপদার্থ প্রধানমন্ত্রী । আজ গোটা ভারতবাসী চাই যুদ্ধ হোক চিনের সঙ্গে ৷ বদলা চাই । " এছাড়া আর কী কী বলেন বীরভূমের তৃণমূল সভাপতি ?দেখুন ভিডিয়োয়...

ABOUT THE AUTHOR

...view details