"আমার নামেও তো মেদিনীপুরে পোস্টার পড়ে", শুভেন্দু প্রসঙ্গে অনুব্রত - আমার নামেও তো মেদিনীপুরে পোস্টার পরে
"আমরা দাদার অনুগামী", শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার পড়েছিল বীরভূম জেলাতে। বর্তমানে মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী। বীরভূমে কি তার কোনও প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, "সে তো আমার নামেও মেদিনীপুরে পোস্টার পড়ে। নদিয়া, মুর্শিদাবাদেও আমরা নামে পোস্টার পড়ে। আমরা অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকতে চাই, আমরা অনুব্রত মণ্ডলের সাথী হতে চাই। আসলে যে যাকে ভালোবাসে।" তিনি আরও বলেন, "মনিরুল ইসলাম, গদাধর হাজরাও তো BJP-তে গিয়েছে। কতটা প্রভাব পড়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন।"