Anubrata Mandal : সামনে ভোট, তাই ভয়ে কৃষি আইন প্রত্যাহার : অনুব্রত - অনুব্রত
"24-এ লোকসভার ভোট ৷ তাই ভয়ে কৃষি আইন প্রত্যাহার করল ৷ বিজেপি তলানিতে গিয়ে ঠেকেছে ৷ বিজেপি হঠাও দেশ বাঁচাও ৷ 24 - এ যা গোল খাবে বুঝতে পারবে ৷ আমি আন্দোলনকারী কৃষকদের ধন্যবাদ জানাই ৷ তাঁদের বলব, বিজেপির ফাঁদে যেন পা না দেয় ।" কৃষি আইন প্রত্যাহার নিয়ে প্রতিক্রিয়া দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷