পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Anubrata Mandal : কেউ দুর্নীতি করলে শুইয়ে দেব, আবারও বেলাগাম অনুব্রত - বেফাঁস মন্তব্য

By

Published : Nov 14, 2021, 6:34 PM IST

রাজ্যে আসন্ন পৌরভোট ৷ কিছুদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচনও হবে ৷ তাই দলের নেতা, কর্মীদের উদ্যোগী হওয়ার পরামর্শ দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ একইসঙ্গে তাঁর বার্তা, দলের কোনও নেতা দুর্নীতি করলে তাঁকে তিনি উচিত শিক্ষা দেবেন ৷ রবিবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়ের স্মরণে একটি সভা হয় ৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়ে অনুব্রত বলেন, ‘‘কেউ দুর্নীতি করলে আমাকে জানান ৷ তাঁকে শুইয়ে দেব ৷’’ পাশাপাশি, এদিনের সভামঞ্চ থেকে দেওচা পাচামির প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের জট কাটাতে দলীয় নেতা ও কর্মীদের উদ্যোগী হওয়ার নির্দেশ দেন অনুব্রত ৷ স্থানীয় আদিবাসীদের সঙ্গে নিয়েই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details