Anubrata on Municipal Election : সাংঘাতিক খেলা হবে, আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে অনুব্রত - Anubrata Mandal speaks on Municipal Election
'সাংঘাতিক খেলা হবে, খেলার মত খেলা হবে, গোলের মত গোল দেব ।" আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata on Municipal Election) । শুক্রবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে বিজেপির জেলা সম্পাদক শুভ্রাংশু চৌধুরী ওরফে খোকন চৌধুরী তৃণমূলে যোগ দেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আসন্ন পৌর নির্বাচন নিয়ে একাধিক কথা বলেন তিনি ৷