BJP মানুষের নয়, রাক্ষসদের সরকার : অনুব্রত মণ্ডল - BJP-কে বিভিন্নভাবে কটাক্ষ করেন অনুব্র
বোলপুর ডাকবাংলো মাঠ থেকে শুরু করে শহরজুড়ে মিছিল করে তৃণমূল। নেতৃত্ব দেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। মিছিল শেষে চৌরাস্তায় একটি পথসভা করেন তিনি। সেখানে BJP-কে কটাক্ষ করে বলেন, "নরেন্দ্র মোদি একটি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী । মানুষের জন্য কিছু করেননি। দেশের সম্পত্তি বিক্রি করে দিয়েছেন । এই সরকার মানুষের সরকার নয়, রাক্ষসদের সরকার ।" অমিত শাহের বঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, "উনি বেড়াতে এসেছেন, কালীঘাটে পুজো দিতে এসেছেন।’’