পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Anubrata Mondal Slams BJP : বিজেপিকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ অনুব্রতর - বিজেপিকে পরিযায়ী বলে কটাক্ষ অনুব্রতর

By

Published : Jan 3, 2022, 1:11 PM IST

বিজেপির বীরভূম জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায় যোগ দিলেন তৃণমূলে ৷ বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল রবিবার বোলপুর দলীয় কার্যালয়ে তাঁর হাতে পতাকা তুলে দেন ৷ এই অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল বিজেপিকে কটাক্ষ করে বলেন, "বাহার সে আ রাহা হ্যায়, ঘুমকে যাতা হ্যায় । ইয়ে তো নাহি চলেগা না ৷ সব পরিযায়ী পাখির মতো আসছে আর চলে যাচ্ছে ৷ বাংলা ভাষা বোঝে না ৷ শুধু হিন্দি বলে চলে যায় (Anubrata Mandal has criticise BJP as migratory bird) ৷"

ABOUT THE AUTHOR

...view details