পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সোমেনের প্রয়াণে শোকপ্রকাশ অনুব্রত-র - anubrata mandal Expressing grief over somen mitra death

By

Published : Jul 30, 2020, 6:02 PM IST

"কোনও মানুষ গেলে ফেরাতেন না, সমস্যার সমাধান করতেন।" সোমেন মিত্র-র প্রয়াণে বললেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, "আমি যখন কংগ্রেস করতাম তখন সোমেন দার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আমি যখন কংগ্রেস করতাম তখন গনি খান চৌধুরি প্রেসিডেন্ট ছিল। সেই সময় থেকে সোমেন দার সঙ্গে দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক আমার। ব্যক্তিগত ভাবে আমাকে ভালোবাসতেন। আমিও ব্যক্তিগত ভাবে সোমেন দাকে ভালবাসতাম। খুব ভালো মানুষ ছিলেন তিনি।"

ABOUT THE AUTHOR

...view details