Anubrata Mandal at Tarapith : যজ্ঞ হচ্ছে যখন নিশ্চয় তার উদ্দেশ্য আছে, তারাপীঠে মহাযজ্ঞ প্রসঙ্গে অনুব্রত - তারাপীঠের খবর
তারাপীঠ মন্দিরে 331 কেজি বেল কাঠ ও 60 কেজি ঘি সহযোগে মহাযজ্ঞের আয়োজন করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal at Tarapith)। তবে বৃহস্পতিবারের এই যজ্ঞের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে তিনি কিছু বলতে চাননি ৷ একই দিনে সিবিআইয়ের তলব, কলকাতা হাইকোর্টের শুনানি এবং তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞ (Tarapith News)। তিনটি ঘটনার মধ্যে কোথায় তিনি উপস্থিত থাকবেন তা নিয়ে জলঘোলা থাকলেও বেলা হতেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় ৷ তবে শ্বাসকষ্টজনিত কারণে বুধবার এসএসকেএমে চিকিৎসার পর কীভাবে আজ ধোঁয়ার মধ্যে তারাপীঠে মহাযজ্ঞে উপস্থিত হয়েছেন তিনি তা নিয়েই উঠছে প্রশ্ন ।