After Eating Crab Tourist Death at Digha : কাঁকড়া খেয়ে ফের মৃত্যু পর্যটকের, আতঙ্কে সৈকত সুন্দরী - After Eating Crab Tourist Death at Digha
একমাসের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি দিঘায় ৷ কাঁকড়া খেয়ে ফের দিঘায় মৃত্যু হল এক পর্যটকের (After Eating Crab Tourist Death at Digha) ৷ রামপুরহাটের বাসিন্দা ঋত্বিকা ভগত (18) দিদি ও জামাইবাবুর সঙ্গে হোটেলে কাঁকড়ার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন । তড়িঘড়ি দিঘা হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয় ৷ পরিবারের তরফে জানা গিয়েছে, কাঁকড়ায় ঋত্বিকার অ্যালার্জি ছিল ৷ কিন্তু ভুলবশত তিনি কাঁকড়া খেয়ে ফেলায় এই দুর্ঘটনা ।