পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

খোল-করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তনে শুভেন্দু - পরিবহন মন্ত্রী

By

Published : Feb 17, 2020, 3:45 AM IST

রবিবার রাতে রাজ্যের পরিবহনমন্ত্রীকে দেখা গেল একেবারে অন্য মেজাজে । করতল হাতে সকলের সঙ্গে কীর্তন করতে দেখা গিয়েছে তাঁকে । গতকাল কাঁধে খোল ঝুলিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন শুভেন্দু অধিকারী । স্বাভাবিকভাবে মন্ত্রীকে এভাবে দেখে ভিডিয়ো করে রাখেন অনেকেই । পরে তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । প্রতি বছরই হলদিয়ায় পাতিখালির সংকটমোচন হনুমানজির মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী । এবছরও তার ব্যতিক্রম হয়নি । রবিবার 10টা নাগাদ মন্দির প্রাঙ্গণে পৌঁছে যান শুভেন্দুবাবু । সেখানে হনুমানজির মূর্তির সামনে প্রণাম সেরে অংশগ্রহণ করেন সংকীর্তনে । সেখানেই কীর্তনীয়াদের কাছ থেকে নিজের কাঁধে খোল নিয়ে তা বাজিয়ে মেতে ওঠেন সংকীর্তনে। অনুষ্ঠান মঞ্চে শুভেন্দুবাবু বেশ কয়েকজনের হাতে হেলমেট তুলে দিয়ে ''সেভ ড্রাইভ সেভ লাইফ'' কর্মসূচিও পালন করেন।

ABOUT THE AUTHOR

...view details