পৃথক রাজ্যের দাবিকে ঘুরিয়ে সমর্থন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বোসের - বঙ্গভঙ্গ
ফের ঘুরিয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিকে সমর্থন জানাল বিজেপি । এবার সমর্থন জানালেন খোদ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বোস । রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সম্পাদক সায়ন্তন বসু এর আগে অবশ্য পৃথক রাজ্যের দাবিকে নাকচ করে দিয়েছেন । দাবিকে উত্তরবঙ্গবাসীর আবেগের বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন । কিন্তু একের পর এক যেভাবে বিধায়ক ও সাংসদরা পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানিয়েছেন, তাতে রাশ টানতে দলের সিদ্ধান্তকে মেনে চলার নির্দেশ দেন রাজ্য সভাপতি । কিন্তু দিলীপ ঘোষের হুইপের পরও রাজ্য সাধারণ সম্পাদকের এহেন মন্তব্যে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে । বৃহস্পতিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে রথীন বোস বলেন, "যদি মানুষের কল্যাণ হয়ে থাকে তাহলে রাজ্য ভাগ হওয়া উচিৎ । যদিও দল এখনও কোন সিদ্ধান্ত নেয়নি ।"