Jalpaiguri Murder: জলপাইগুড়িতে চা বাগানের নর্দমা থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ
চা বাগানের কাছে নর্দমা থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাক্ত দেহ ৷ জলপাইগুড়ির জয়পুর চা বাগানের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার এবং ডিএসপি হেড কোয়ার্টার ৷ তদন্তকারী পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ দেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ মহিলার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো কোনও অস্ত্র দিয়ে ওই মহিলাকে আঘাত করা হয়ে থাকতে পারে ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷