Srijeeb Biswas: ভবানীপুরের মানুষকে নিজের স্বার্থরক্ষায় ব্যবহার করেন মুখ্যমন্ত্রী, একান্তে বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস - Exclusive interview with Bhabanipur cpim candidate
কালীঘাটের হরিশ মুখার্জি রোডের চ্যালেঞ্জার ভবানীপুরের বিজয় মুখার্জী লেনের শ্রীজীব বিশ্বাস । পেশায় আইনজীবী, রাজনৈতিক বিশ্বাস বামপন্থায় । ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে আইনজীবী সেলের জনপ্রিয় নেতা । আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাস ইস্টবেঙ্গলের সমর্থক । আপাতত সবকিছু পিছনে রেখে পাখির চোখ 30 সেপ্টেম্বরের উপনির্বাচন । ভবানীপুর কেন্দ্রের সেই উপনির্বাচনে শ্রীজীবের প্রতিপক্ষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রার্থী দেবে বিজেপিও । ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে । মমতা বন্দোপাধ্যায় বলেছেন, এই উপনির্বাচনকে হালকাভাবে নেওয়া যাবে না ৷ নন্দীগ্রামে তিনি চক্রান্তের শিকার হয়ে পরাজিত হয়েছেন । তাই ভবানীপুর তাঁর ঘরের মাঠ হলেও দলের নেতা-কর্মীকে সতর্ক থাকতে বলেছেন । প্রতিপক্ষের এই মেজাজকে কটাক্ষ করেছেন বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস । বলছেন "মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মানুষকে নিজের স্বার্থ রক্ষায় ব্যবহার করেন ৷ যা এই অঞ্চলের মানুষের কাছে লজ্জার । সেই লজ্জার জবাব এই উপনির্বাচনে এখানকার মানুষ দেবেন ।" পাশাপাশি বলেন, বিজেপির বিধায়ক সংখ্যা অনবরত বদল হচ্ছে । একই কথা শাসকদল সম্পর্কে বলা যায় । তাই তাঁর মতে এই উপনির্বাচনের লড়াই নীতিহীনতার বিরুদ্ধে নীতি আদর্শ আঁকড়ে থাকা মানুষের লড়াই ।