লোকালয়ে এসে বজ্রপাতে মৃত্যু দাঁতাল হাতির - দাঁতাল হাতি
বজ্রপাতে মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক দাঁতাল হাতির । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া খাঁউচাঁদপাড়া এলাকায় ৷ সোমবার রাতের অন্ধকারে খাঁউচাঁদপাড়ায় একটি ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি । খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন ৷ ওই হাতিটি বা স্থানীয়দের যাতে কোন ক্ষতি যাতে না হয় তাই ঝড়-জল উপেক্ষা করেই হাতিটিকে জঙ্গলে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন বনকর্মীরা । আচমকাই হাতিটি স্থানীয় প্রাথমিক স্কুলের মাঠে পৌঁছতেই বিকট শব্দে বাজ পড়ে । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দাঁতাল হাতিটির । মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য হাতিটির মৃতদেহ পেলোডারের সাহায্যে তুলে জঙ্গলের গভীরে নিয়ে যাওয়া হয় । বন দফতর সূত্রে জানা গেছে , পূর্ণবয়স্ক দাঁতাল হাতিটি দল ছেড়ে চলে আসে লোকালয়ে । প্রত্যক্ষদর্শী বনকর্মীদের মতে তখনই বজ্রাঘাতে মৃত্যু হয় হাতিটির ৷ মৃত্যুর কারণ সুনিশ্চিত করতে হাতিটির মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।