পশ্চিমবঙ্গ

west bengal

আদিবাসী নৃত্যে অমিত শাহকে স্বাগত

By

Published : Nov 5, 2020, 3:46 PM IST

Published : Nov 5, 2020, 3:46 PM IST

একদিকে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য, অপরদিকে বীরসা মুন্ডার প্রতিকৃতি মঞ্চে চূড়ান্ত পর্যায়ের সজ্জা ৷ আর তারই মাঝে করজোড়ে প্রবেশ করতে দেখা গেল অমিত শাহকে ৷ সঙ্গে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, মুকুল রায় ৷ তারপর অমিত শাহকে বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদানের কর্মসূচির জন্য মঞ্চে উঠতে দেখা গেল ৷ আর চারিদিক ভারত মাতা কি জয়ধ্বনি প্রতিধ্বনিত হতে শোনা গেল ৷ বীরসা মুন্ডার প্রতিকৃতির মঞ্চের সামনে জড়ো হয় অগনিত BJP কর্মী সমর্থক ৷ আর অমিত শাহ হাসিমুখে ইঙ্গিত দিলেন, আসন্ন বিধানসভায় বাংলায় পদ্ম ফুটবে ৷

ABOUT THE AUTHOR

...view details