অমিত শাহের সভায় চমক থাকবে, দাবি সাংসদের - জ্যোতির্ময় সিং মাহাতো
31 জানুয়ারি হাওড়ার ডুমুরজলা ময়দানে অমিত শাহের জনসভা । আর এই জনসভায় চমক থাকবে বলে দাবি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর ৷ তিনি বলেন, এই সভায় নতুন কাউকে দেখা যেতেই পারে ৷ তাঁর এই মন্তব্যের পরে শুরু হয়েছে জল্পনা ৷ গত মাসে শাহের সভায় শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন ৷ আগামী সভায় তৃণমূলের আর কোন হেভিওয়েট নেতা যোগ দেবেন, এই নিয়ে জল্পনা শুরু ৷ এই সফর নিয়ে জোর প্রস্তুতি চলছে ৷ আজ দুপুরে রঘুনাথপুরে অমিত শাহের জন্য তৈরি হওয়া হেলিপ্যাড গ্রাউন্ড পরিদর্শন করলেন পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, বিজেপি রাজ্য নেতা অনুপ মল্লিক, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মণ্ডল প্রমুখ। জ্যোতির্ময় সিং মাহাত বলেন, " দিদির সন্ত্রাস থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করবে বিজেপি ৷"