অমিত শাহ মানেই চমক, বলছেন দিলীপ - নির্বাচন যত এগবে চমক ততো বাড়বে
"অমিত শাহ মানেই চমক। তাই তাঁর সফরে চমক থাকবে। যত নির্বাচন এগিয়ে আসবে তত চমক বাড়বে। লিস্ট ভারী আছে। 20-21 জনের একটা লিস্ট বাজারে ঘুরছে। কিন্তু কোনটা হিট হবে আমরা বুঝতে পারছি না ৷" আজ এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । গতকাল সৌরভকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী ৷ ওই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপবাবু ৷ বলেন,"আমরা কেউ ডাক্তার নই। মুখ্যমন্ত্রী ডাক্তার নন । সৌরভকে দেখতে যাওয়ার নামে ছবি তোলার কোনও মানে হয় না। হাসপাতালে নেতাদের গিয়ে ভিড় করা উচিত নয়।"