আমরা সোনার বাংলা গড়ব, BJP-কে একবার সুযোগ দিন : অমিত শাহ - রাজ্য সরকারকে নিশানা অমিত শাহর
রাজ্য সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেন, "মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে ৷ মমতা দিদির সরকার আদিবাসীদের দমিয়ে রাখছে ৷ বাংলার মানুষের কাছে আবেদন করছি, সুরক্ষা নিশ্চিত করতে ও বেকারদের কাজ দিতে এই সরকারকে ফেলে দিন ৷ আমরা সোনার বাংলা গড়ব, BJP-কে একবার সুযোগ দিন ৷"