মুখোশে মমতা, "আমিই দিদি"-র সূচনা বাঘমুণ্ডিতে - পুরুলিয়ায় মহিলাদের মুখোশ মিছিল
পেট্রোল-ডিজ়েল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর মুখোশ পরে মহিলাদের মিছিল । পাশাপাশি গতকাল "আমিই দিদি" কর্মসূচির সূচনা করে তৃণমূল । পুরুলিয়ার বাঘমুণ্ডিতে এক হাজারেরও বেশি SHG গ্রুপের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে মিছিলে হাঁটেন। বাঘমুণ্ডির অযোধ্যা মোড়ের যাত্রা ময়দান থেকে বাঘমুণ্ডি উচ্চমাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত এই মিছিল করেন তাঁরা। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সুমিতা সিং মণ্ডিল, বাঘমুণ্ডি মহিলা তৃণমূলের সভানেত্রী নমিতা সিং মুড়া সহ অন্যান্যরা।