KMC Election 2021 : বেহালায় সিপিআইএম প্রার্থীকে ঘাড় ধাক্কা, কাঠগড়ায় তৃণমূল - বেহালায় সিপিআইএম প্রার্থীকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বেহালা পূর্ব বিধানসভার 121 নম্বর ওয়ার্ডের 1 ও 2 নম্বর বুথে সিপিআইএম প্রার্থী আশিস মণ্ডলকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (Allegations of harassment of CPIM candidate) । এই ঘটনায় সিপিআইএম প্রার্থী আশিস মণ্ডলের অভিযোগ, এই বুথগুলোতে ঠিকঠাকভাবে ভোট হচ্ছে না ৷ বুথ জ্যাম করছিল তৃণমূল ৷ তার প্রতিবাদ করতে যাওয়ায় তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে বুথ থেকে রাস্তায় বের করে দেয় তৃণমূলের এজেন্টরা । এর পাশাপাশি বুথের সামনে তৃণমূলের এজেন্টরা তৃণমূল প্রার্থী রূপক গঙ্গোপাধ্যায়ের নাম লিখে ঘুরে বেড়াচ্ছে । যদিও হেনস্থার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে স্থানীয় তৃণমূল এজেন্টদের দাবি, কোনও প্রার্থীকে ধাক্কাধাক্কি করা হয়নি ৷ এটা পুরো মিথ্যা ঘটনা । আমরা যে প্রার্থীর নাম লিখে ঘুরছি তাতে কমিশনের কেউ আমাদের বাধা দেয়নি । তাই আমরা ঘুরতেই পারি । কিন্তু সিপিআইএম প্রার্থী নিজে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন ৷