পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভাঙড়ে কংগ্রেসের সভার আগে ছেঁড়া হল হোডিং-ব্যানার, অভিযুক্ত তৃণমূল - ভাঙড়ে কংগ্রেসের সভার আগে ছিড়ে দেওয়া হল হোডিং ব্যানার

By

Published : Jan 16, 2021, 10:29 AM IST

ভাঙড়ে কংগ্রেসের সভার আগে ছিঁড়ে দেওয়া হল হোডিং-ব্যানার। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। শনিবার ভাঙড়ের কাঠালিয়াতে রাজনৈতিক সভা করতে আসার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরির। সভা ঘিরে কংগ্রেস কর্মীদের উৎসাহ তুঙ্গে। সভার প্রচারের জন্য এলাকায় বেশ কয়েকটি এলাকায় বড় বড় হোডিং ব্যানার লাগানো হয়। এবার সেই হোডিং ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। দক্ষিণ 24 পরগনা কংগ্রেস কমিটির সদস্য মহম্মদ হাবিব জানান, "এরকম ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করি, ধিক্কার জানাই। এসব করে অধীরদার অনুষ্ঠান নষ্ট করা যাবে না।" এলাকার তৃণমূল নেতা মীর তাহের এই অভিযোগ অস্বীকার করে বলেন, "অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এখানে তৃণমূল ছাড়া অন্য কোনও দল নেই। ওরা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে।"

ABOUT THE AUTHOR

...view details