পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"ফিরহাদের নামে তোলাবাজি করেন তবাসুম", বঙ্গধ্বনি বয়কট জিতেন্দ্র অনুগামী নেতার - Bangadhwani boycott at kulti

By

Published : Dec 15, 2020, 4:21 PM IST

Updated : Dec 15, 2020, 6:37 PM IST

কুলটিতে বঙ্গধ্বনি যাত্রায় প্রাক্তন ডেপুটি মেয়র তবাসুম আরাকে নেতৃত্বে রাখা হয়েছে। সেই কারণে বঙ্গধ্বনি যাত্রা বয়কট করলেন জিতেন্দ্র তিওয়ারি অনুগামী তৃণমূল নেতা অভিজিৎ আচার্য। তিনি কুলটি বিধানসভা এলাকায় 18 টি ওয়ার্ডের দায়িত্বে ছিলেন। আজ অভিজিৎ আচার্য জানান, "বঙ্গধ্বনি যাত্রায় আসানসোল পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তবাসুম আরাকে রাখা হয়েছে। ওই মহিলা ফিরহাদ হাকিমের বোন বলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং ফিরহাদের নামে তোলবাজি করেন। তাই আমার বিবেকে বাধছে। ওঁর সঙ্গে থাকতে চাই না বলেই আমি বঙ্গধ্বনি যাত্রা বয়কট করেছি।" এবিষয়ে তৃণমূল নেত্রী তবাসুম আরা বলেন, "দলের উচ্চ নেতৃত্ব আমায় যে নির্দেশ দিয়েছেন আমি তা পালন করব ৷ আমার নামে এই অভিযোগ মিথ্যা ৷ তাঁর বক্তব্য আমি গ্রাহ্য করি না ৷ এবিষয়ে কোনও কিছু বলতে আমার কোনও প্রবৃত্তিও নেই ৷ "
Last Updated : Dec 15, 2020, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details