"উপরতলার নেতৃত্বের নির্দেশে কাজ করি", বিধায়কের সমালোচনার জবাব দিলীপ যাদবের - বিধায়ক প্রবীর ঘোষাল
বিধায়ক প্রবীর ঘোষাল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা প্রকাশ্যে বলে তৃণমূল জেলা নেতৃত্বকে আক্রমণ করেন। সেই সঙ্গে জেলা সভাপতি দিলীপ যাদবের নাম না করেই তোপ দাগেন উত্তরপাড়ার বিধায়ক তথা দলের মুখপাত্র প্রবীরবাবু। তবে শনিবার এর জবাবে দিলীপ যাদব বলেন, দলের নির্দেশ মতো কাজ করছি। আগামী দিনেও তা পালন করব। তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীরা যা নির্দেশ দেন তা পালন করা আমার কাজ। ভবিষ্যতেও তাই করব। আমাদের সব কাজই উপরতলার নেতৃত্বের নির্দেশে হয়। আমি বিশ্বাস করি এই সময় সবাই ঐক্যবদ্ধ এবং জোটবদ্ধ ভাবে আন্দোলন করছি।"