পেরিয়ে গেছে 9 দিন, এখনও খোলা হয়নি আলিপুরদুয়ারে বাঁশের কাঠামো - Today Alipurduar news
পুলিশ ,প্রসাশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আলিপুরদুয়ার শহরের মেইন রাস্তার উপরে আলোকসজ্জার জন্য নির্মিত বাঁশের কাঠামোগুলি এখনও খোলা হয়নি ৷ দুর্গাপুজোর জন্য তৈরি ওই কাঠামোগুলির জন্য ঘটছে ছোটো-বড় দুর্ঘটনা ৷ পুজো কমিটিগুলিকে জেলা পুলিশ প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল পুজো শেষ হওয়ার 72 ঘণ্টার মধ্যেই খুলে ফেলতে হবে বাঁশের কাঠামো ৷ কিন্তু ন'দিন পেরিয়ে গেলেও এখনও খোলা হয়নি সেগুলি ৷ এ বিষয়ে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান ট্রাফিক পুলিশকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করতে ৷ অন্যদিকে ট্রাফিকের অফিসার ইনচার্জ মইনুল আলি জানান কমিটিগুলিকে নোটিশ দিয়ে 48 ঘণ্টার মধ্যে কাঠামোগুলি খুলে ফেলার নির্দেশ দেওয়া হবে ৷ না খুললে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷ দেখুন ভিডিয়ো...