করোনা আক্রান্তকে সাহায্য করে একঘরে সাত যুবক, পাশে বিজেপি বিধায়ক - jitpur area'
করোনা আক্রান্তকে সাহায্য করায় কার্যত একঘরে হতে হয়েছিল সাত যুবককে ৷ একপ্রকার বাধ্য হয়ে তাঁরা বাড়ি ছেড়ে আশ্রয় নেন পাড়ার ক্লাব ঘরে । আলিপুরদুয়ারের জিতপুর এলাকার ঘটনা ৷ বিষয়টি জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ৷ পরে যুবকদের নিজের হাতে খাবারও তুলে দেন তিনি ৷ ওই সাত যুবকের মধ্যে একজন ছিলেন বিবেকানন্দ 2 গ্রাম পঞ্চায়েত সদস্য ৷