Puja Parikrama : বেত, পাটকাঠি দিয়ে সেজে উঠেছে আলিপুরদুয়ারের বাবুপাড়ার মণ্ডপ - Alipurduar district
বাবুপাড়া ক্লাবের পুজো এবছর 99 তম বর্ষে পদার্পণ করেছে। রাজ্যের কুটির শিল্পকে প্রাধান্য দিয়ে এবারের বাবুপাড়া ক্লাবের মণ্ডপসজ্জা থিম কুটির শিল্পের নানা সামগ্রীর তৈরি কাল্পনিক মন্দির। বেত, পাটকাঠি দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ । আলিপুরদুয়ারের জনপ্রিয় ক্লাবগুলির মধ্যে অন্যতম বাবুপাড়া ক্লাব ৷ এবারও তারা আশাবাদী আলিপুরদুয়ারের দর্শকদের মন জয় করতে পারবে। রাজ্য সরকারের করোনা বিধিনিষেধ মেনে এবারের তাদের পুজোর আয়োজন করা হয়েছে।