কর্মীদের সঠিক প্রশিক্ষণ প্রয়োজন , বিমানবন্দরে হেনস্থা প্রসঙ্গে বললেন জিজা - জিজা ঘোষ
নির্বাচন কমিশনের অন্যতম মুখ জিজা ঘোষ ৷ বিশিষ্ট এই সমাজকর্মী বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য কাজ করছেন । রাষ্ট্রসংঘের সম্মেলনে যোগ দিতে রবিবার কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন ৷ অভিযোগ, বিমানবন্দরে হেনস্থা করা হয় তাঁকে ৷ জিজা ঘোষ বলেন , "সঠিক প্রশিক্ষণ হচ্ছে না বিমানবন্দরের কর্মচারীদের ৷ তাই তাঁরা এরকম ব্যবহার করেন ৷ আমরা বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি ৷ "