AIDSO Protest Rally: একাধিক দাবিতে পুরুলিয়ায় বিক্ষোভ কর্মসূচি এআইডিএসও'র - aidso protest rally in purulia
করোনা সংক্রমণ ও লকডাউনের আগে ছাত্র-ছাত্রীরা সরকারি বাসে যাতায়াত করতে গেলে ছাড় পেত, কিন্তু বর্তমানে তা বন্ধ । পুনরায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আগের মতো বাসে যাতায়াতের সময় এক তৃতীয়াংশ ছাড় দিতে হবে, মোবাইল সংস্থাগুলিকে কমাতে হবে ফোন রিচার্জের বিলও ইত্যাদি একাধিক দাবিতে সোমবার পুরুলিয়ার জেলাশাসক দফতরে দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে সঙ্গে নিয়ে স্মারকলিপিও প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এআইডিএসও-এর পুরুলিয়া জেলা শাখা (AIDSO protest rally in purulia) । এ বিষয়ে এআইডিএসও -এর পুরুলিয়া জেলা সম্পাদক বিকাশ রঞ্জন কুমার বলেন, "লকডাউনের পর থেকেই মানুষের অর্থনৈতিক অবস্থা অনেকটাই খারাপ হয়েছে তবু ছাত্র ছাত্রীদের বাস ভাড়াতে কনসেশন করা হচ্ছে না এবং অনবরত যে ভাবে মোবাইলের রিচার্জের টাকার অঙ্ক বাড়ানো হচ্ছে তা সম্পূর্ন অনৈতিক।"