পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোনটা সরকারি আর কোনটা বেসরকারি অনুষ্ঠান 10 বছরে গুলিয়ে গেছে : অগ্নিমিত্রা - গলসি

By

Published : Jan 27, 2021, 7:29 AM IST

গলসিতে এক জনসভায় যোগ দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন," সেদিন উনি অত্যন্ত ছেলেমানুষের মতো ব্যবহার করেছেন ৷ প্রধানমন্ত্রীকে অপমান করেছেন ৷ নেতাজিকে অপমান করেছেন ৷ নবান্ন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজ করে গিয়েছেন ৷" আরও বলেন,"জয় শ্রীরাম সারা ভারতের জয়ধ্বনি ৷ ওঁর জয় শ্রীরামে এত এলার্জি কেন ? গত 10 বছরে কোনটা সরকারি অনুষ্ঠান আর কোনটা বেসরকারি অনুষ্ঠান সব গুলিয়ে গিয়েছে ৷ আলাদা করে ওঁর কাছ থেকে শিখতে হবে না ৷ "

ABOUT THE AUTHOR

...view details