ধর্ষণ করতে এলে আঁশ-বঁটি ধরুন, পরামর্শ অগ্নিমিত্রার - আঁশ-বঁটি
বাংলার মহিলারা মা দুর্গা। শুধু ঠাকুর ঘরে ঢুকে ধুপ ধুনো দিলেই হবে না। আমরা আক্ষরিক অর্থেই মা দুর্গা। তাই প্রয়োজনে আঁশ-বঁটি ধরুন ৷ সোমবার এই পরামর্শ দিলেন BJP নেত্রী অগ্নিমিত্রা পল। সোমবার বিকেলে মেমারিতে BJP-র মহিলা মোর্চার সভায় অগ্নিমিত্রা পল বলেন, "আপনাদের অস্ত্র ধরতে বলবো না। তবে যদি আপনাকে আক্রমণ করতে আসে, ধর্ষণ করতে আসে, শ্লীলতাহানি করতে আসে তাহলে আপনারা মহিলারা একজোট হবেন। বাড়িতে থাকা আঁশ-বঁটি হাতে তুলে নেবেন।"