পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"ভূত রামনামে ভয় পায়, উনি কেন পান ?" মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অগ্নিমিত্রার - ফুচকা উৎসব

By

Published : Jan 25, 2021, 7:28 AM IST

নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে "জয় শ্রীরাম" স্লোগান শুনে আর বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী ৷ তাঁর এই আচরণকে ছেলেমানুষি বলে কটাক্ষ করলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল ৷ তিনি বলেন,"জয় শ্রীরাম শুনলে তো ভূত পেত্নি ভয় পায় ৷ উনি কেন ভয় পাচ্ছেন ৷ শ্রীরামচন্দ্র কারও একার না ৷ ওনার জয় শ্রাীরামে এত এলার্জি কেন বুঝি না ৷"

ABOUT THE AUTHOR

...view details